যাযাবর পলাশ ও কনিকার কণ্ঠে আসছে ‘এলোরে বৈশাখ’
সাইফুল বারী
প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৩
এবারের নতুন বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে দীর্ঘ একযুগ পর আবারও একসাথে গান গাইলেন 'মাধবীলতা' খ্যাত জনপ্রিয় গায়িকা কনিকা রায় এবং সঙ্গীতশিল্পী যাযাবর পলাশ। পহেলা বৈশাখকে ঘিরে দারুণ কিছু কথামালা দিয়ে সাজানো এই গানটির শিরোনাম দেয়া হয়েছে 'এলোরে বৈশাখ'। গানটি লিখেছেন গীতিকবি গিয়াস পাগলা এবং সুর করেছেন কনিকা রায়। আর এই গানের সঙ্গীতায়োজন করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক এবং কণ্ঠশিল্পী শিবলু মাহমুদ।
এই গানটি শিগগিরই ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাবে বলে জানালেন কনিকা। তিনি বলেন, এর আগেও আমি পহেলা বৈশাখের গান গেয়েছি। তবে নতুন যে এবারের গানটি সত্যিই অনেক চমৎকার একটা গান হয়েছে। শীঘ্রই মুক্তি পাবে গানটি। আমার বিশ্বাস 'এলোরে বৈশাখ' গানটি সবার মন জয় করে নেবে।
এ প্রসঙ্গে সঙ্গীতশিল্পী যাযাবর পলাশ বললেন, দারুণ একটা গান গেয়েছি আমরা। পহেলা বৈশাখের যে আমেজ দরকার, তার পুরোটাই এই গানে রয়েছে। গানের কথা, সুর এবং সঙ্গীতায়োজন সবকিছুই অসাধারণ হয়েছে। আশাকরি ভালো লাগবে সবার।
শিবলু মাহমুদ বলেন, একদম মনের মতো একটা গান হয়েছে। যাযাবর পলাশ ও কনিকা দি দারুণ গেয়েছে গানটি। মিউজিক কম্পোজিশনে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। বাঁকিটা শ্রোতাদের কাছে ছেড়ে দিলাম।
প্রসঙ্গত, এর আগে ২০১০ সালে 'হাতটা কি বাড়াবে' শিরোনামের একটি ডুয়েট গান গেয়েছিলেন কণ্ঠশিল্পী যাযাবর পলাশ ও কনিকা রায়।