কারওয়ান বাজা‌রে ৪‌টি বিল্ডিং খুব ঝুঁ‌কিপূর্ণ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ১০ই এপ্রিল ২০২৩


কারওয়ান বাজা‌রে ৪‌টি বিল্ডিং খুব ঝুঁ‌কিপূর্ণ
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ছবি: জনবাণী

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর কারওয়ান বাজা‌রের ৪‌টি ভবন অতিঝুঁকিপূর্ণ।


সোমবার (১০ এপ্রিল) মগবাজার ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট কার্যক্রম উদ্বোধন শে‌ষে তিনি এসব কথা বলেন।


মেয়র ব‌লেন, ‘আমা‌দের কা‌ছে আট‌টি মা‌র্কেটের তথ্য এসেছে যেটা ঝুঁ‌কিপূর্ণ। এর ম‌ধ্যে কারওয়ান বাজা‌রের চার‌টি মা‌র্কেট অতিঝুঁ‌কিপূর্ণ। গুলশানের এক‌টি মা‌র্কেট, গুলশান-২ নম্ব‌রে এক‌টি, রা‌য়েরবাজা‌রে এক‌টি এবং মোহাম্মদপূর টাউন হল মা‌র্কেটে এক‌টি। 


তি‌নি ব‌লেন, মা‌র্কেটে যারা কর্তৃপক্ষ আছে তা‌দের‌কে আমি ডে‌কে‌ছি। আমরা তা‌দের ব‌লে‌ছি অন‌্য যায়গা চ‌লে যাও এই মা‌র্কেটগু‌লো‌কে আমা‌দের সংস্কার কর‌তে হ‌বে। এটা অত‌্যন্ত চ‌্যা‌লে‌ঞ্জিং। কারণ মা‌র্কেট থে‌কে কেউ যে‌তে চায় না। 


কারওয়ান বাজার সরা‌নোর প্রসঙ্গে তি‌নি ব‌লেন, কারওয়ান বাজার এখা‌নে থাক‌বে না। স‌রি‌য়ে গাবতলী এবং যাত্রাবা‌ড়ী নেওয়া হ‌বে। এখা‌নে চার‌টি বি‌ল্ডিং আছে যেটা অত‌্যন্ত ঝুঁ‌কিপূর্ণ। তা‌দের স‌ঙ্গে কথা হ‌য়ে‌ছে।