ধানমন্ডিতে ট্রাক চাপায় নিহত যুবকের পরিচয় সনাক্ত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৩০ এএম, ১১ই এপ্রিল ২০২৩

রাজধানীর ধানমন্ডির কলাবাগানে ট্রাক চাপায় নিহত মোটরসাইকেল আরোহী যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম হাসনাইন জামান মেহরান (২৪)।
সোমবার (১০ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহতের স্বজনরা মরদেহ সনাক্ত করেন।
মেহরানের চাচাতো ভাই মো. রবিউল ইসলাম বলেন, তাদের বাড়ি খুলনার তেরোখাদা উপজেলার পানতিতা গ্রামে। মেহরান বাংলামোটর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
তিনি আরও বলেন, মেহরান রোববার (৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে বাইরে বের হয়। আজ সকালে পুলিশের মাধ্যমে আমরা দুর্ঘটনার সংবাদ পাই।
এর আগে, রোববার দিবাগত রাত ১টার দিকে কলাবাগান বসুন্ধরা কমপ্লেক্স এর বিপরীত পাশে সামারাই কনভেনশন সেন্টারের সামনে ঘটনাটি ঘটে। এবং ঘটনাস্থলেই মেহরান মারা যান।
কলবাগান থানার এসআই সুমিত আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই যুবক। এ সময় বেপরোয়া একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

অবিরাম বৃষ্টিতে পেঁয়াজের ঝাঁজ, বেড়েছে ডিম-মুরগি ও সবজির দাম

অন্তর্বর্তী সরকারের সাফল্য-ব্যর্থতায় মোড়ানো এক বছর

নির্বাচনে ড্রোন ওড়ানো যাবে না, এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

সাবেক সিইসি রকিবউদ্দীনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
