৩ মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৫৭৯


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৩১ পূর্বাহ্ন, ১১ই এপ্রিল ২০২৩


৩ মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৫৭৯
ফাইল ছবি

দেশে চলতি বছরের প্রথম তিন মাসে ১৩০২টি সড়ক দুর্ঘটনায় এক হাজার ৪৮৪ জন নিহত এবং দুই হাজার ৪৮৫ জন আহত হয়েছেন।


এই হিসাব অনুযায়ী দৈনিক গড়ে ১৪টি দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা ও প্রাণহানির দিক থেকে মোটরসাইকেলের অবস্থান শীর্ষে।


রাজধানীতে গণমাধ্যমকর্মীদের সংগঠন শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) পর্যবেক্ষণ ও জরিপে এ চিত্র উঠে এসেছে। রবিবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের প্রথম ৩ মাসে ৫২৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় ৫৭৯ জনের মৃত্যু হয়েছে। এতে প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ৬ জনেরও (৬.৪৩) বেশি মানুষ।


এতে বলা  আরও বলা হয়, জানুয়ারিতে ৪৩১টি দুর্ঘটনায় ৪৮৯ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে ৩৯২টি দুর্ঘটনায় ৪১১ নিহত ও এক হাজার ১০২ জন আহত হয়েছেন। মার্চে সর্বাধিক ৪৭৯টি দুর্ঘটনায় ৫৮৪ জন নিহত ও এক হাজার ১০২ জন আহত হয়েছেন।