লিটনকে নিয়ে কেকেআরের ফেসবুক পোস্ট ভাইরাল


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৪:০৮ পূর্বাহ্ন, ১১ই এপ্রিল ২০২৩


লিটনকে নিয়ে কেকেআরের ফেসবুক পোস্ট ভাইরাল
লিটন দাস

প্রথমবারের মতো আইপিএল খেলতে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দিয়েছেন টাইগার ওপেনার লিটন দাস। রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়েন বাংলাদেশের এই উইকেটরক্ষক-ব্যাটার।


সোমবার (১০ মার্চ)  দুপুরে কেকেআরের ভেরিফাইড ফেসবুক পেইজে লিটন দাসের একটি ছবি দিয়ে ক্যাপশনে তারা লিখেছে, ‘পৌঁছে গেছে, লিটন দা।’


ফেসবুক পোস্টটি এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুই লাখের বেশি মানুষ এতে প্রতিক্রিয়া দেখিয়েছেন। ৩৫ হাজার মানুষ কমেন্ট করেছেন এবং শেয়ার হয়েছে পাঁচ হাজার র বারের বেশি। অধিকাংশ কমেন্ট করা হয়েছে লিটনের জন্য শুভকামনা জানিয়ে।