কী ভেবেছিলেন আমি আর ফিরব না: রিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ১১ই এপ্রিল ২০২৩
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃর্ত্যুর পর হাজারও বিতর্ক তৈরি হয় রিয়াকে ঘিরে। অভিনেতার মৃত্যুর পর হাজতবাস হয় রিয়া চক্রবর্তীর। মাঝে প্রায় ৩ বছর কোনও কাজ করেননি তিনি। এবার স্ব-মহিমায় ফিরছেন তিনি। ক্যামেরার সামনে আসতেই চ্যালেঞ্জ ছুড়লেন অভিনেত্রী। বললেন, “কী ভেবেছিলেন আপনারা আমি আর ফিরব না?”
সুশান্তের মৃত্যুর পর ক্রমাগত তোপের মুখে পড়তে হয়। অভিনেতার মৃত্যুর পর রিয়ার উপর আঙুল তোলেন সুশান্তের পরিবার। সব দূরে ঠেলে সুশান্তের মৃত্যুর প্রায় ৩ বছর পর নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেতার প্রেমিকা রিয়া।
‘রোডিজ’-এর ১৯তম সিজনে এবার গ্যাং লিডারের ভূমিকায় দেখা যাবে তাকে। সংশ্লিষ্ট চ্যানেলের হাত ধরেই রিয়ার ক্যারিয়ারের শুরু। এবার ফের নিজের জীবনের নতুন পর্ব শুরু করছেন ওই চ্যানেলেরই হাত ধরে। একাধিক শো-এর সঞ্চালনার দায়িত্ব সামলেছিলেন তিনি। এছাড়াও মহেশ ভাটের পরিচালনা ‘জেলেবি’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় তাকে। সুশান্তের মৃত্যুর পর সব ওলাটপালট হয়ে যায়। অন্তরালে চলে যান তিনি।
নিজের সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। তিনি বলেন, “কী ভেবেছিলেন আমি ফিরব না? ভয় পেয়ে যাব? ভয় পাবে এবার অন্য কেউ।”
এদিকে, এই সিজনে রোডিজ-এর একেবারে ভোলবদল হতে চলেছে। রণবিজয় সিংয়ের জায়গা নিচ্ছেন সোনু সুদ। বদলে যাচ্ছে গ্যাং লিডাররাও শুধু থাকছেন প্রিন্স নারুলা।
জেবি/এসবি