শান্ত হত্যার প্রধান আসামী’কে গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৮ পূর্বাহ্ন, ১২ই এপ্রিল ২০২৩
কুমিল্লা দেবিদ্বার নুরপুর গ্রামের আলোচিত মেহেদি হাসান শান্ত(২৪) হত্যা মামলার প্রধান আসামী আবু কাউছার অনিকসহ সকল পলাতক আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১১এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত মেহেদি হাসান শান্ত’র বাবা জাকির হোসেন, শান্তর মা সহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হত্যার পূর্বে মসজিদের মাইকে গরু কোরবানির বদলে এলাকায় মানুষ কোরবানি হবে বলে স্লোগান দেন হত্যার মূল পরিকল্পনাকারী আবু কাউছার অনিক এবং মাইকে ঘোষনার পরদিন গত ২০২২ইং সালে ঈদুল আযহার আগের দিন তথা ৯জুলাই দুপুরে কুমিল্লা দেবিদ্বার উপজেলার নুরপুর গ্রামের জাকির হোসেনের পুত্র মেহেদি হাসান শান্ত’কে নির্মম ভাবে হত্যা করে মামলার প্রধান আসামী আবু কাউছার অনিকসহ অন্যান্যরা।
হত্যাকান্ডে জড়িত ব্যক্তিদের মোবাইলে কথোপকথন রের্কড সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে বলে জানা যায়। শান্ত হত্যা কান্ডের ঘটনায় কুমিল্লা দেবিদ্বার থানায় নিহতের বাবা জাকির হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
শান্ত হত্যার পর আসামীরা ধরা ছোঁয়ার বাহিরে থাকলেও কক্সবাজার র্যাব-১৫ এর সহায়তা ২৪সেপ্টেম্বর দুপুরে কলাতলী সোনার বাংলা আবাসিক হোটেল থেকে নিহত শান্ত হত্যার মূল পরিকল্পনাকারী আবু কাউছার অনিক(৩৫)কে আটক করা হয়।
মানববন্ধনে নিহত শান্ত’র বাবা জাকির হোসেন সাংবাদিকদের বলেন-দীর্ঘদিন হয়ে গেল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের নাম গন্ধ নেই। হত্যার মূল পরিকল্পনাকারী আবু কাউছার অনিক কয়েকদিন জেল খেটে বাহির হয়ে নিহত শান্ত’র মত আমাকেও হত্যা করবে বলে সরাসরি ঘোষণা দেয়।
আমি বর্তমানে খুবই আতংকের মধ্যে এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে বসবাস করছি। কুমিল্লা পিবিআই অফিসে অনেকবার গিয়েছি,আসামীদের তথ্যও দিয়েছি ,তবে এ পর্যন্ত আসামীদের গ্রেফতারের নাম গন্ধ নেই। হচ্ছে না।
মানববন্ধনে নিহত শান্তর বাবা জাকির হোসেন স্বরাষ্ট্রমন্ত্রী’র কাজে সকল আসামীকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন, না হয় আসামীদের কাছে আমাদের পুরো পরিবার জিম্মি হয়ে থাকতে হবে। এদিকে মানববন্ধনে অন্যান্যরা বলেন-অবিলম্বে সকল আসামীকে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে।
আরএক্স/