শিবচর রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটি ঘোষণা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪৩ পূর্বাহ্ন, ১২ই এপ্রিল ২০২৩


শিবচর রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটি ঘোষণা
আহবায়ক রফিকুল ইসলাম রাজা - সদস্য সচিব আবু সালেহ মুছা

মাদারীপুরের শিবচর রিপোর্টার্স ইউনিটির (এসআরইউ) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহবায়ক করা হয়েছে রফিকুল ইসলাম রাজাকে ও সদস্য সচিব করা হয়েছে আবু সালেহ মুছাকে। 


রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে শিবচর উপজেলার স্থানীয় সড়ক ৭১ -এর সংগঠনের  অস্থায়ী কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলের পরে কমিটি ঘোষণা করা হয়। কমিটির যুগ্ন আহবায়ক রাশেদুল ইসলাম রাসেল।


কমিটির সদস্যরা হলেন- কাইয়ুম হোসেন, অপূর্ব চৌধুরী জয়, হায়দার আলী, আতিকুর রহমান পায়েল, নাজমুল হোসেন লাবলু, দেলোয়ার হোসেন, রোমান জমাদ্দার,শাহিন মিয়া, মাজাহারুল ইসলাম রুবেল, খালিদ জিহাদ খান, এস এম আফজাল হোসেন, মো. সাহাব উদ্দিন ও তৌকির চৌধুরী।


সভায় সাংবাদিকদের সকল ন্যায়সঙ্গত দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মামলার শিকার সাংবাদিকদের পাশে থাকা এবং নীতি-নৈতিকতার সঙ্গে সংগঠন পরিচালনাসহ বিভিন্ন বিষয় উঠে আসে। একই সঙ্গে গঠণতন্ত্র প্রণয়ন, সদস্য সংখ্যা বৃদ্ধি, মিট দ্যা প্রেস আয়োজন ও আগামী ৬ মাস পর পুর্নাঙ্গকমিটি করাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।