লিটনের আইপিএল অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৬:৩১ এএম, ১২ই এপ্রিল ২০২৩

সাকিব আল হাসানের আইপিএলে খেলার কথা থাকলেও শেষদিকে কলকাতা নাইট রাইডার্স থেকে নিজের নাম সরিয়ে নেন। তার বদলে দলটি নিয়েছে জেসন রয়কে। বর্তমানে সাকিবের ব্যস্ততা এখন মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে।
মঙ্গলবার (১১ এপ্রিল) ফতুল্লায় ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সাকিব মাঠে নামেন। ম্যাচটিতে ১০ রানে জয় পায় মোহামেডান। এরপর সন্ধ্যায় একটি কফি শপের উদ্বোধন অনুষ্ঠানে যান।
এ সময় তাকে আইপিএল দেখছেন কি না এমন প্রশ্ন করা হয়। এর জবাবে সাকিব বলেন, ‘খুব বেশি আইপিএল দেখা হচ্ছে না, প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত। ’
সাকিব দেশে থেকে গেলেও কলকাতার হয়ে আইপিএল খেলতে গেছেন তার জাতীয় দলের সতীর্থ লিটন কুমার দাস। ইতোমধ্যে দলের হয়ে অনুশীলনও শুরু করেছেন তিনি। তার জন্য কি সাকিবের কোনো বার্তা আছে?
তিনি বলেন, ‘কোনো পরামর্শ দেইনি। এ বিষয়ে কোনো কথাও হয়নি। তবে আমি নিশ্চিত লিটন এখন অনেক অভিজ্ঞ। সেখানে গিয়ে তার যে অভিজ্ঞতা হবে, সেটি বিশ্বকাপে কাজে লাগবে।
সাকিব আরও বলেন, একইসঙ্গে সে যদি সুযোগ পায়, আমি চাইবো সেটা যেন উপভোগ করে, এটা চাপ হিসেবে না নিয়ে যদি উপভোগ করতে পারে, নিজের মতো খেলতে পারে তাহলে সফল হবে। ’