মসিকের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:২৫ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৩

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু'র নির্দেশনায় পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে নগরীতে যানজট নিরসনের উদ্যোগ দেওয়া হয়েছে।
এতে নিয়মিত পরিচালনা করা হচ্ছে মসিকের ভ্রাম্যমাণ আদালত। সঙ্গে আরও সিটি কর্পোরেশন পক্ষ থেকে নিয়োজিত ৪০ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।
এছাড়াও সিটি এলাকায় চলাচলকারী রঙ পরিবর্তনকারী, জোড়-বিজোড় না মানা এবং লাইসেন্স বিহীন বা জাল লাইসেন্সধারী অটোরিকশা বা অটোবাইককে অভিযান চালিয়ে জব্দ করা কাজ চলমান আছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) চরপাড়াসহ নগরীর বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রমের পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সুযোগ্য প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী।