শাহরুখপুত্রের মাদক-কাণ্ড মুখ খুললেন অভিনেত্রী জুহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:৪২ অপরাহ্ন, ১২ই এপ্রিল ২০২৩
শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান মাদক মামলায় জেলবন্দি হওয়ার সময় পাশে দাঁড়িয়েছিলেন জুহি চাওলা। এতদিন পর বিষয়টা নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী।
সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জুহি জানান, তারা কেউই বুঝতে পারেননি এমন কিছু হতে পারে। কিন্তু যখন তার সাহায্য করার একটা সুযোগ চলে আসে তখন সেটাই করা উচিত বলে মনে হয়েছিল। তার মনে হয়েছিল শাহরুখের পাশে দাঁড়ানো উচিত।
এর আগে ২০২১ এর অক্টোবর মাসে মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান। মুম্বাই থেকে গোয়াগামী বিলাসবহুল ক্রুজ থেকে এনসিবির হাতে আটক হন আরিয়ানসহ তার কিছু বন্ধুবান্ধব। পরে তার বিরুদ্ধে মাদক রাখার অভিযোগে গ্রেতার করে ঢোকানো হয় জেলে। বেশ কিছুদিন জেলে কাটানোর পর ছাড়া পান আরিয়ান।
আরিয়ানের মুক্তিতে একটা বড় ভূমিকা ছিল জুহির। এক লাখ ভারতীয় টাকার বন্ডে সই করে আরিয়ানকে জেল থেকে বের করেন অভিনেত্রী। অর্থাৎ আরিয়ান টাকাটা দিতে না পারলে আইনিভাবে দায়ী থাকতেন জুহি। পরবর্তীকালে অবশ্য বেকসুর খালাস পেয়ে যান আরিয়ান।