স্বর্ণ চোরাচালানকারীদের গডফাদার দোলনের বিচার দাবি ব্যবসায়ীদের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৫০ পূর্বাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৩


স্বর্ণ চোরাচালানকারীদের গডফাদার দোলনের বিচার দাবি ব্যবসায়ীদের
ক্ষুদ্র ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

স্বর্ণ চোরাচালানকারীদের গডফাদার এনামুল হক খান দোলনের বিচার দাবি জানিয়েছেন বায়তুল মোকাররম মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ীরা।


বুধবার (১২ এপ্রিল) বেলা ১২টায় বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ক্ষুদ্র ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক খান দোলন স্বর্ণ চোরাচালানের মূল হোতা হিসেবে দেশি-বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার নজরদারিতে রয়েছে বলে গণমাধ্যমে তথ্য এসেছে। আমরা (ক্ষুদ্র ব্যবসায়ীরা) বায়তুল মোকাররম মার্কেটের সামনে হকারি করে কোন রকমে জীবন ধারণ করি। কিন্তু এনামুল হক খান দোলনের রোষানল থেকে আমাদের মতো হকাররাও রক্ষা পায় নাই। বায়তুল মোকাররম মার্কেটের নিরাপত্তা কমিটির চেয়ারম্যানের ক্ষমতা অপব্যবহার করে তিনি দিনের পর দিন আমাদের উপর অত্যাচার করে এসেছে। আমাদের বাঁচার শেষ সম্বল দোকানের মালামাল আটক করে নিয়ে যেতেন এবং পরবর্তীতে আমাদের মালামালগুলো অন্যদের দিয়ে দিতেন। কেউ প্রতিবাদ করলে তাকে অকথ্যভাষায় গালাগালি করত, অনেক সময় শারীরিকভাবে নির্যাতনও করতেন এনামুল হক খান দোলন।


লিখিত বক্তব্যে আরো বলেন, আমাদের পরিচয় আমরা ব্যবসায়ী। আমরা ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। আমরা যেটুকু সঞ্চয় করেছি তা এনামুল হক খান দোলন নিয়ে গেছে। আমরা ভুক্তভোগী সাধারণ ব্যবসায়ীরা আপনাদের মাধ্যমে এর সুবিচার প্রার্থনা করছি। পাশাপাশি এনামুল হক খান দোলনের অপকর্মের জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অনুরোধ করছি। 


এনামুল হক খান দোলন ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সুবিধা গ্রহণ করেছে এর মধ্যে অন্যতম-দেশের বিভিন্ন ব্যক্তির নিকট থেকে জোরপূর্বক ঋণ গ্রহণ করে পরিশোধ করেনি। শুধু দেশে নয় বিদেশেও একাধিক ব্যক্তির নিকট থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন।


সংবাদ সম্মেলনে দুবাইয়ের ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন, গত ৪ থেকে ৫ বছর আগে আমার কাছ থেকে প্রায় তিন কোটি টাকা ব্যবসায়িক কাজে ধার হিসেবে নিয়েছিলেন এনামুল হক খান দোলন। দীর্ঘদিন ধরে আমাকে ঘুরাচ্ছে, আমার পাওনা টাকা দিচ্ছে না।