বিসিকে Strategy For CIDD Project (Salt Cell) Activities -এর উপর কর্মশালা অনুষ্ঠিত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৩ পূর্বাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৩


বিসিকে Strategy For CIDD Project (Salt Cell) Activities -এর উপর কর্মশালা অনুষ্ঠিত
"Strategy For CIDD Project (Salt Cell) Activities" শীর্ষক কর্মশালা

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কর্তৃক উন্নয়ন সহযোগী সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) এর সহায়তায় "Strategy For CIDD Project (Salt Cell) Activities" শীর্ষক   কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (২০ ফেব্রুয়ারি) বিসিক বোর্ড রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


পরিচালক (অর্থ) কামাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান গ্রেড-০১)।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশেক মাহফুজ, পোর্টফোলিও লিড, গেইন বাংলাদেশ; নেপাল চন্দ্র কর্মকার, পরিচালক (পরিকল্পনা ও গবেষণা), বিসিক; কাজী মাহবুবুর রশিদ, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি), বিসিক; আব্দুল মতিন, পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প), বিসিক এবং শ্যামলী নবী, (সচিব), বিসিক।


কর্মশালায় সর্বজনীন আয়োডিনযুক্ত লবণ উৎপাদন কার্যক্রমের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সরোয়ার হোসেন, উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ) ও লবণ সেল প্রধান, বিসিক। এ সময় বিসিকের মহাব্যবস্থাপকগণ, বিসিক প্রধান কার্যালয়ের সকল শাখা প্রধানগণ ও গেইন বাংলাদেশের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।