প্রায় দুই যুগ পর একসঙ্গে প্রিন্স-মিজান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:০৩ পূর্বাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৩
দীর্ঘ ২২ বছর পর ‘ওয়ারফেজ’ খ্যাত ব্যান্ড তারকা মিজানের সঙ্গে কাজ করছেন জনপ্রিয় গীতকবি, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।
প্রিন্স মাহমুদের সুরে ‘এমন হয়নি আগে’ শিরোনামের গানটি গেয়েছেন মিজান । স্যামুয়েল হকের কথায় গানটির সংগীতায়োজন করেছেন সাইদ সুজন। বর্তমানে গানটির একটি ভিডিওচিত্র নির্মাণ করছেন শাহরিয়ার পলক।
এ প্রসঙ্গে প্রিন্স মাহমুদ জানান, ২০০০ সালের ঈদে আমার সুরে ‘স্রোত’ অ্যালবামের ‘আজ আপন কাল পর’ গানটি গেয়েছিল মিজান। যা দর্শক-শ্রোতামহলে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। এরপর ব্যান্ড ‘ওয়ারফেজ’- এ যোগ দিয়ে ব্যস্ত হয়ে আর একক গানে ফিরতে পারেননি তিনি।
তিনি আরও বলেন, এটি রক ধারার গান। নব্বই দশকে যে ধরনের গান করতাম, সেই ফিলই নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা করেছি। আমাদের গান যারা শুনতেন বা শোনেন, আশা করছি তাদের কাছে গানটি ভালো লাগবে।
প্রসঙ্গত, আসছে ঈদে জি সিরিজ থেকে প্রকাশিত হবে গানটি। সেই সঙ্গে গানটি উৎসর্গ করা হবে সাউন্ড ইঞ্জিনিয়ার প্রয়াত ইমরান আহমেদ চৌধুরী মবিনকে।