১০ গানে ঈদ মাতাবেন কাজী শুভ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৬ পূর্বাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৩
তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। সারা বছরজুড়েই চলে তার ব্যস্ততা। এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন ১০ গান নিয়ে হাজির হচ্ছেন এই সংগীতশিল্পী।
নতুন দশটি গান মধ্যে উল্লেখ্য যোগ্য হলো আর এ আশরাফুলের কথামালায় ও শোভন রয় এর সুর, সংগীতে ‘হইলে বধু মন্দ হবে না’। প্রসেনজিত মন্ডলের কথায় ও শোভন রয় এর সুর, সংগীতের ‘তোমায় ভালোবাসি কন্যা’। দেলওয়ার আরজুদা সরফ’র কথায়, অভি আকাশের সুরে ‘মাটির পরী’ নামের গানটির সঙ্গীতায়োজন করেন রেজওয়ান শেখ। হুমায়ুন কবিরের কথা ও সুরে এবং আহমেদ সজীবের সঙ্গীতায়োজনে পাগল ‘বানাইলি। গানগুলো শিগগিরই শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন চ্যানেলে মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।
গানগুলোর প্রসঙ্গে কাজী শুভ গণমাধ্যমকে বলেন, গানগুলো কথাগুলো শ্রুতিমধুর। এবারের ঈদ আনন্দে গানটি বাড়তি মাত্রা যোগ করবে। আশা করছি, বরাবরের মতো এই গানগুলো দর্শক পছন্দ করবে।