আইসিসির মাস সেরা খেলোয়াড় সাকিব
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০২:৫৬ এএম, ১৩ই এপ্রিল ২০২৩

গেল মার্চ মাসে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান।
দুর্দান্ত এই পারফরম্যান্সের সুবাদে দ্বিতীয়বারের মতো মাসসেরা ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান।
মার্চ মাসে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের লড়াইয়ে সাকিবের সঙ্গে মনোনয়নে ছিলেন নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ও সংযুক্ত আরব আমিরাতের ব্যাটসম্যান আসিফ খান।
উইলিয়ামসন ও আসিফকে টপকে দ্বিতীয়বারের মতো মাস সেরার খেতাব জিতেছেন সাকিব।