নতুন ফিচার আনলো হোয়াটসঅ্যাপ
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৩:৫৭ পূর্বাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৩
বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট মেটার অঙ্গ প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার নিয়ে এসেছে। এখন থেকে অ্যাপে পণ্য কেনার পর তৃতীয় পক্ষের কোনো প্রতিষ্ঠানের সহায়তা ছাড়াই সরাসরি মূল্য পরিশোধ করা যাবে।
নতুন এ সুবিধা দিতে পেমেন্ট নামের নতুন টুল চালু করেছে হোয়াটসঅ্যাপ। প্রাথমিকভাবে ব্রাজিলে এ সুবিধা ব্যবহার করা যাবে।
এই টুলটি ব্যবহার করে ব্যবহার করে সহজে ছোট ও মাঝারি পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পেমেন্ট গেটওয়ের সহায়তা ছাড়াই সরাসরি ক্রেতাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে পারবে। তৃতীয় পক্ষ না থাকায় নিরাপদে করা যাবে লেনদেন।
এই সুবিধা কাজে লাগিয়ে ক্রেতা–বিক্রেতা উভয়ই লাভবান হবেন। প্রাথমিকভাবে ছোট ও মাঝারি পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান পেমেন্ট টুলটি ব্যবহার করে পণ্য বিক্রি করতে পারবে।