জমে উঠেছে ঈদের কেনাকাটা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৪ পূর্বাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৩


জমে উঠেছে ঈদের কেনাকাটা
রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ছবি: সংগৃহীত

ঈদের আর খুব বেশি একটা দিন বাকি নেই। দেখতে দেখতে রহমত মাগফিরাত শেষ হলো আর বাকি নাজাত। রমজানের শেষেই খুশির ঈদ। ঈদকে কেন্দ্র করে রাজধানীতে জমে উঠেছে কেনাকাটা। রাজধানীর বিভিন্ন শপিং মল ও মার্কেটে এখন সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটা।


বুধবার (১২ এপ্রিল) রাজধানীর নিউমার্কেট ও ধানমন্ডির সীমান্ত স্কয়ার শপিং মল ও রাপা প্লাজা শপিং মল ঘুরে এ চিত্র দেখা যায়।


সরেজমিনে মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, বিভিন্ন ব্র্যান্ডের এবং নন ব্র্যান্ডের দোকান ঘুরে ঘুরে ক্রেতারা জুতা ও কাপড়সহ নানা ধরনের পণ্য কিনছেন।


মার্কেটগুলোতে দেখা যায়, ব্যবসায়ীরা নানা রঙের ও ডিজাইনের পোশাকে তাদের দোকান সাজিয়েছেন। সকাল থেকে মাঝরাত অব্দি ব্যস্ত সময় পার করছেন এসব শপিং মলের ব্যবসায়ীরা।


সীমান্ত স্কয়ার শপিং মলে কেনাকাটা করতে এসে কামরুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, অফিস থেকে ছুটি নিয়ে এসেছি ঈদের শপিং করতে। ঈদের তো আর বেশি দিন নেই, তাই পরিবারের সবাইকে নিয়ে মার্কেটে এসেছি। 


বিক্রেতারা বলছেন, আজ ২০ রোজা আজ থেকে শেষ রোজা পর্যন্ত তাদের ঈদের আসল বেচা-বিক্রি চলবে। শেষ সময়ে এসে ক্রেতাদের উপস্থিতিতে খুশি তারা।


নিউমার্কেটের কাপড়ের দোকানের ম্যানেজার সেলিম বলেন, এ মার্কেটে সব ধরনের ক্রেতারা আসছেন। ফলে ঈদ কেনা-বেচা ভালোই চলছে। আগামী ৯-১০ দিন এই অবস্থা চললে ভালো যাবে এবারের ঈদ ব্যবসা।