ফুটপাতেও জমে উঠেছে ঈদের কেনাকাটা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫৪ পূর্বাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৩
ঈদকে সামনে রেখে যেমন জমেছে উঠে উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের কেনাকাটা ঠিক তেমনই রাজধানীর ফুটপাতগুলোতেও জমে উঠেছে নিম্নবিত্তদের ঈদের কেনাকাটা।
ঈদে সবচেয়ে বেশি উৎসাহ-উদ্দীপনা থাকে শিশুদের মধ্যে। বড়দের লাগুক আর না লাগুক, সাধারণত শিশুদের পোশাক কেনা লাগেই। কিন্তু এবার শিশুদের পোষাকের দাম তুলনামূলকভাবে অনেক বেশি বলে অভিযোগ ক্রেতাদের। তবে পোষাকের দাম বেশি হলেও জমে উঠেছে ঈদের কেনাকাট।
বুধবার (১২ এপ্রিল) রাজধানীর গাউছিয়া ও মোহাম্মদপুরের বেশকয়েকটি ফুটপাতের মার্কেট ঘুরে এ চিত্র দেখা গেছে।
গাউছিয়া মার্কেটের ফুটপাত ঘুরে দেখা গেছে শিশুদের শার্ট বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। শিশুদের প্যান্ট বিক্রি হতে দেখা গেছে ২০০ থেকে ৪০০ টাকায়। ৩০০ থেকে ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে বড়দের প্যান্ট।
গাউছিয়া মার্কেটের বিক্রতা হুমায়ন বলেন, তিনি শার্ট বিক্রি করেন। এবার অন্যবারের চেয়ে শার্টর দাম একটু বেশি। তিনি কারণ দেখাচ্ছেন তাকে বেশি দামে কিনতে হচ্ছে।
শান্ত নামের এক কিশোর ছোট ভাইয়ের জন্য শার্ট কিনতে এসেছেন। তবে দামে মিলছে না। শান্ত বলেন, 'দাম বেশি বেশি চায়। এই দামে তো বড়দেরগুলাই পাওয়া যায়।'
ফুটপাতের এসব দোকান ঘুরে ছোটদের শার্ট, টি-শার্ট, প্যান্টের পাশাপাশি বিক্রি হচ্ছে জুতাও। ২০০ টাকার কমে শিশুদের জুতা দেখা যায়নি। আর সর্বোচ্চ দাম ৪০০ টাকা।
কিন্তু সবকিছু ছাপিয়ে ব্যাবসায়ীরা বলছেন ঈদ যত ঘনিয়ে আসবে তাদের বেচাবিক্রি আর বাড়বে।