টিভি সিরিজে হ্যারি পটার


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৯:৪০ অপরাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৩


টিভি সিরিজে হ্যারি পটার
ছবি: সংগৃহীত

এবার টিভি সিরিযে দেখা যাবে হ্যারি পটার। ব্রিটিশ লেখিকা জেকে রাউলিংয়ের লেখা বইয়ের ওপর ভিত্তি করেই বানানো হচ্ছে এই সিরিজ।


রাউলিংয়ের ৭টি বই কেন্দ্র করে এই টিভি সিরিজের প্রত্যেকটি সিজন বানানো হবে।


বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের মধ্যে অন্যতম। বিশ্বজুড়ে ৬০ কোটি কপির বেশি বিক্রি হয়েছে এই সিরিজ। এর আগে হ্যারিপটার নিয়ে সিনেমা নির্মাণ হয়েছে। যেখানে হ্যারি পটার চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল  র‌্যাডক্লিফ। 


ওয়ার্নার ব্রুস ডিসকভারি বিবৃতিতে জানায়, নতুন প্রজন্মের মতো করে এই টিভি সিরিজ বানানো হবে। যেখানে হ্যারি পটার হাজির হবে নতুন রূপে।