জলিলকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করলেন বর্ষা


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০:০২ অপরাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৩


জলিলকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করলেন বর্ষা
বিএফডিসিতে অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। ছবি: সংগৃহীত

‘কিল হিম’ সিনেমার টিজার মুক্তি পেয়েছে বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায়। এ উপলক্ষে এফডিসিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


সেখানে কথা বলেন অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। তিনি বললেন, ‘কিছুদিন আগে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’ মুক্তি পেল। আমি দেখেছি শাহরুখ খানের সিনেমার সঙ্গে অনন্ত জলিলের সিনেমা ‘দিন-দ্যা ডে’র তুলনা করেছে অনেকে। আমাদের দেশেও শাহরুখ খানের মতো হিরো আছে। আমরাও যাকে নিয়ে গর্ব করতে পারি।’


তিনি আরও বলেন, ‘হয়তো শাহরুখ খান, সালমান খানের সঙ্গে সেভাবে তুলনা হবে না। কিন্তু মানুষ বলে। আর যারা আমাদের ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ, যাদের জন্য আমাদের সিনেমা তারা আমাদের দর্শক। তারা যখন এই তুলনা করে তখন সত্যি খুব ভালো লাগে।’


এই সিনেমায় ফেরজুটি বেঁধেছেন অনন্ত জলিল ও বর্ষা। ‘কিল হিম’ সিনেমায় অভিনয়ে আছেন রুবেল, মিশা সওদাগর, কলকাতার রাহুল দেবসহ অনেকে। সিনেমাটির পরিচালক-প্রযোজক ইকবাল।


জেবি/এসবি