ঈদে হিন্দি গান নিয়ে হাজির হলেন ড. মাহফুজুর রহমান


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০:৩৩ অপরাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৩


ঈদে হিন্দি গান নিয়ে হাজির হলেন ড. মাহফুজুর রহমান
ছবি: সংগৃহীত

বেশ কয়েক বছর ধরে ঈদে দর্শকদের গান শুনিয়ে থাকেন ড. মাহফুজুর রহমান। তার গান মানেই শ্রোতাদের বাড়তি আনন্দ।


এবারও তার ব্যতিক্রম নয় ঈদুল ফিতর উপলক্ষে একটি হিন্দি গানের ভিডিও অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। ‘হৃদয় তোমাকেই চায়’ শিরোনামের অ্যালবামটির গান এ শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।


মূলত, বেশ কিছু হিন্দি গান কাভার করেছেন ড. মাহফুজুর রহমান। এরই মধ্যে ‘রাফতা রাফতা’, ‘প্যায়ার ভারে দো শার্মীলে ন্যান’, ‘ও মেরে সামনে’ শিরোনামের তিনটি গান মুক্তি পেয়েছে। নতুন করে এসব গানের সংগীতায়োজন করেছেন মান্নান মোহাম্মদ।


এবারই প্রথম নয়, ২০১৮ সালেও হিন্দি গান গেয়ে আলোচনায় উঠে আসেন ড. মাহফুজুর রহমান। ওই বছরের ২৪ জুলাই ছিল এ শিল্পীর প্রাক্তন স্ত্রী ইভা রহমানের জন্মদিন। এ উপলক্ষে একটি হিন্দি গানে স্ত্রীর সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দেন ড. মাহফুজুর রহমান।