সরিষা আবাদ আগামীতে আরো বৃদ্ধি পাবে: কৃষিবিদ মতিউজ্জামান
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:১৬ পূর্বাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৩

কৃষিই সমৃদ্ধি স্লোগানে আলোকে ২০২২-২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় সিআইজি কংগ্রেস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩এপ্রিল) ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার রকিব-আল-রানা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খামারবাড়ি ময়মনসিংহের উপ-পরিচালক কৃষিবিদ মতিউজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহনাজ পারভীন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. আব্দুর রাজ্জাক, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আবু রায়হান, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ আকন্দ দুদু প্রমুখ।
উপ-পরিচালক কৃষিবিদ মতিউজ্জামান বলেন, ৫০ থেকে৭০ শতাংশ ভর্তুকিতে কৃষিযন্ত্র দেওয়া হয়েছে। এতে কৃষি যান্ত্রিক করন ও আধুনিকীকরণের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার।
কৃষি বিভাগকে গুরুত্ব দিচ্ছেন বেশি। সরিষার বীজ সহায়তা দিয়েছে শেখ হাসিনা সরকার। সরিষা আবাদ আগামীতে আরো বৃদ্ধি পাবে।এই সমাজকে আপনারই পরিবর্তন করতে পারবেন।সমাজকে সঠিক পরিচালনা করতে হবে।
আরএক্স/