বিয়েতে ছ্যাঁকা খেয়েছেন নোবেল!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৩


বিয়েতে  ছ্যাঁকা খেয়েছেন নোবেল!
মাঈনুল আহসান নোবেল

অনেক দিন ধরেই মিডিয়া থেকে দূরে রয়েছেম দেশের আলোচিত কন্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল। এবার আড়ালে থাকার কারণ জানালেন তিনি।


বললেন, কিছু কারণে আমার ওপর মানুষের রাগ, ক্ষোভ আছে। আমি চাই, আড়ালে থাকার কারণে মানুষ সেটা ভুলে যাবেন। শ্রোতাদের ভালো ভালো গান দিতে পারলে আমার প্রতি সব রাগ ভুলে যাবেন তারা। 


তিনি আরও, প্রত্যেক শিল্পীই প্রচণ্ড রকম প্রেমিক হন। প্রেমে ছেঁকা খেলে মানুষের জীবন বিভীষিকা হয়ে যায়। আমি তো প্রেম করিনি। সরাসরি বিয়ে করেছি। আর বিয়েতে ছেঁকা খেলে মানুষের কী হয়, বুঝুন এবার।