আইপিএলে দ. আফ্রিকার তারকার দ্রুততম ‘১০০’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৯:৪২ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৩

বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার কাগিসো রাবাদা। ২৭ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকার গতিতারকা এবার নতুন এক রেকর্ডে নাম লেখালেন।
আইপিএলে দ্রুততম ১০০ উইকেটের মালিক হলেন রাবাদা। এবারের আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন এই প্রোটিয়া তারকা। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) তিনি নাম লিখিয়েছেন ইতিহাসে।
গেল মৌসুমের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে আইপিএলের ইতিহাসে দ্রুততম ১০০টি উইকেট নেওয়ার নজির গড়েছেন রাবাদা। নিজের আইপিএল ক্যারিয়ারের মাত্র ৬৪তম ম্যাচে এই কীর্তি তার।
মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় ইনিংসে অর্থাৎ গুজরাট টাইটান্সের ব্যাটিংয়ের সময়ে এই রেকর্ড গড়েন তিনি। গুজরাটের ইনিংসের পঞ্চম ওভারে ঋদ্ধিমান সাহার উইকেটটি তুলে নিয়ে ‘১০০’ পূর্ণ করেন ডানহাতি এই পেসার।