মৌসী ও টুটুল খানের ঈদে নতুন দুই গান


Janobani

সাইফুল বারী

প্রকাশ: ১০:১৫ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৩


মৌসী ও টুটুল খানের ঈদে নতুন দুই গান
মৌসী - টুটুল খান

আসন্ন ইদুল ফিতরে উপলক্ষ্যে 'একটি নীল নয়না' ও 'বড় ভালোবাসি তোকে' শিরোনামের দুটি গানে কন্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী মৌসী। তার সহ শিল্পী ক্লোজআপ ওয়ান তারকা টুটুল খান। মিষ্টি রোমান্টিক ধাচের এই গান দুটির কথা ও সুর করেছেন এসকে শানু এবং সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন।


এছাড়া গানের ভিডিওতে মডেল হয়েছেন মৌসী ও টুটুল। এমনটাই  জানলেন এই গায়িকা।


তিনি বলেন, অনেক গুলো গানের কাজ করেছি। সবকিছু ঠিকঠাক থাকলে আশা রাখছি রোজার ঈদ এবং কোরবানিরসহ পরবর্তীতে একটার পর একটা ক্রমান্বয়ে গানগুলো রিলিজ পাবে


মৌসী আরও বলেন, রেকর্ডিং-শুটিং-স্টেজ শো'র পাশাপাশি টেলিভিশনের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত সময় পার করছি। সবটা মিলে দর্শকদের যেন ভালো গান উপহার দিতে পারি এই চেষ্টাই করে যাচ্ছি। সবাই দোয়া করবেন।