দুর্ঘটনার কবলে মিমি চক্রবর্তী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৪ পূর্বাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৩
দুর্ঘটনার কবলে পড়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। চলতি বছরের শুরুতেই এমন পরিস্থিতিতে পড়েন এই অভিনেত্রী।
শুক্রবার (১৪ এপ্রিল) রাতে নতুন বছরকে স্বাগত জানানোর সময় এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
ইতোমধ্যে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে ওই দুর্ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন মিমি। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আর এটা ঘটে গেল, চিয়ার্স’।
পোস্ট করা ভিডিওতে দেখা যায়, মিমির ঘরের মেঝেতে রক্ত পড়ে আছে। এমনকি অভিনেত্রীর হাতের বরফ ভর্তি সাদা বাটিও লাল হয়ে গেছে। মিমির হাতের আঙুল দিয়ে রক্ত ঝরছে।
তার বাম হাতের তর্জনীর মাথার অংশটা গভীরভাবে কেটে গেছে। ধারালো কোনো জিনিসেই এতটা গভীর ক্ষত তৈরি হয়েছে এটা স্পষ্ট। কিন্তু কীভাবে এই দুর্ঘটনার শিকার হলেন তিনি, তা এখনও জানা যায়নি।
প্রায় লম্বা সময় ধরে এই রক্তপাতের যন্ত্রণা সহ্য করেছে মিম। তবে নববর্ষের শুরুটা এমনভাবে হবে, সেটা ভাবতেই পারেননি এই অভিনেত্রী। এ দিকে মিমির এই অবস্থা দেখে মন খারাপ তার ভক্ত-অনুরাগীদেরও।