কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:৩৪ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৩
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. নাজমুল হাসান ওরফে ঝন্টু (৪৫) নামের একজন গ্রেফতার হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার সময় কুষ্টিয়া জেলার সদর থানাধীন হরিপুর এলাকায় অভিযান করে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত আসামী কুমারখালি উপজেলার দক্ষিন মুল গ্রাম এলাকার মৃত ইন্তাজ উদ্দিন শেখের ছেলে।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে এই আভিযান পরিচালনা করা হয়।
র্যাব সুত্রে জানা যায় , কুষ্টিয়া জেলার সদর থানার সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০/- টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন মো. নাজমুল হাসান ওরফে ঝন্টু (৪৫)।
পরবর্তীতে আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা করেছে র্যাব।
আরএক্স/