ইনস্টাগ্রাম রিলসে আসছে নতুন ফিচার


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ১০:০৬ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৩


ইনস্টাগ্রাম রিলসে আসছে নতুন ফিচার
ছবি: সংগৃহীত

শীর্ষ টেক জায়ান্ট মেটার অঙ্গ প্রতিষ্ঠান ছবি ও ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম। প্রতিভা তুলে ধরে এই অ্যাপের রিলস থেকে মোটা অঙ্কের অর্থ আয় করছেন কনটেন্ট ক্রিয়েটাররা। এবার তাদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে ইনস্টাগ্রাম রিলস।


নতুন এই ফিচারের ফলে সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে জানা যাবে। এজন্য ট্রেন্ড বলে একটি অপশন পাওয়া যাবে ইনস্টাগ্রামে। যেখানে দেখা যাবে কোন রিলসগুলো ট্রেন্ডে রয়েছে। ধারণা পাওয়া যাবে কোন বিষয়ের উপর রিলস তৈরি করলে দর্শকের বেশি আকর্ষণ পাওয়া  সম্ভব।


কোন ধরণের গান বা মিউজিক কোন গান বা মিউজিক বেশি ব্যবহার হয়েছে তাও এক জায়গা সেভ করে রাখা যাবে। এছাড়া রিলসের রিচ বাড়ানোর জন্য দরকারি হল হ্যাশট্যাগ। কোন হ্যাশট্যাগগুলো অতিরিক্ত ব্যবহার করা হয়েছে, তার খোঁজও দেবে ইনস্টাগ্রাম রিলস। 


এছাড়া এডিটিংয়ের অপশনেও পরিবর্তন আসছে। এবার একটি স্ক্রিনের মধ্যে এডিটিং সংক্রান্ত একগুচ্ছ টুল পাওয়া যাবে। সাউন্ড থেকে স্টিকার, সব কিছুই এডিট করে যুক্ত করা যাবে রিলসে। একটি রিলস ব্যবহারকারীরা মোট কত সময় দেখেছেন সে তথ্য পাওয়া যাবে।