বাবর আজমের নতুন রেকর্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০:৪১ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৩

পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ৩ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। দুটি করে সেঞ্চুরি নিয়ে এত দিন বাবরের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন ভারতের রোহিত শর্মা ও সুইজারল্যান্ডের ফাহিম নাজির।
বাবরের সেঞ্চুরির বিশ্বরেকর্ডের রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৮ রানের জয়ও পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। বাবরের অপরাজিত ১০১ ও মোহাম্মদ রিজওয়ানের ৫০ রানে ভর করে প্রথমে ব্যাটে নেমে পাকিস্তান তোলে ৪ উইকেটে ১৯২ রান। তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস থেমে যায় ৭ উইকেটে ১৫৪ রানে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টির তিন ৩ নম্বর সেঞ্চুরির সুবাদে স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন বাবর। ক্রিস গেইলের ২২ সেঞ্চুরির পর বাবরের ৯ সেঞ্চুরিই দ্বিতীয় সর্বোচ্চ।