হলের চেয়ে সিনেমার সংখ্যা বেশি হয়ে যাচ্ছে: অপু বিশ্বাস


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:৩৩ অপরাহ্ন, ১৬ই এপ্রিল ২০২৩


হলের চেয়ে সিনেমার সংখ্যা বেশি হয়ে যাচ্ছে: অপু বিশ্বাস
অপু বিশ্বাস

ঢাকাই ছবির চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবার ঈদে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘লাল শাড়ি’ ছবিটি। তার বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক সাইমন সাদিক। সেই সিনামার প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ নায়িকা।


সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি অপু। তিনি বলেন, দেশে সিনেমা হলের চেয়ে, সিনেমার সংখ্যা বেশি হয়ে যাচ্ছে।


অপু বিশ্বাস আরও বলেন, ঈদ উপলক্ষ্যে সব প্রযোজক সিনেমা রিলিজ করতে ব্যস্ত থাকেন। সব প্রযোজনা সংস্থা মনে করে, ঈদে সিনেমা রিলিজ হলে ভালো চলবে বা ভালো বিজনেস হবে। এটা নিজেদের মধ্যে রপ্ত করে ফেলে। রপ্ত করে একপর্যায়ে সিনেমাটা প্রস্তুত করে। সব সিনেমা যোগ করে এটার সংখ্যাটা এতটায় বেড়ে যাবে অন্যান্য প্রযোজক জেনে কাজটা করেনি। এটা যেহেতু নিজেদের চাওয়া থেকে বা বিজনেস পয়েন্ট ভিউ থেকে সেটা তারা করেছে। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে, সবার চিন্তা এক জায়গায় হয়ে সিনেমার সংখ্যা অনেক বেড়ে গেছে।


তিনি আরও বলেন, আমাদের সবচেয়ে হতাশার দিক হচ্ছে সিনেমা হলের সংখ্যা খুবই কম। কারণ আমরা একটা জিনিস তৈরি করব, সেটিকে সরবরাহ করার জায়গা থাকতে হবে। সে জায়গাটা খুব নগণ্য আমাদের। হতাশার মধ্যে আনন্দের বিষয় হচ্ছে— দর্শকরা একসময় বলত হল আছে, সিনেমা কোথায়? আজকে কিন্তু উল্টো চিত্র— সিনেমা আছে, হল কোথায়। এটা ভালো দিক। এ ইস্যুতে যদি অনেক সিনেমা হল খুলে যায়। তা হলে সিনেমার জন্য কখনই হুমকি হবে না । যতবেশি সিনেমা হবে, হল মালিকরা সিনেমার স্বার্থে চিন্তা করবে আমাদের আরও হল দরকার।