দাবদাহ কমাতে দিনে এসি বন্ধের অনুরোধ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:১৬ এএম, ১৭ই এপ্রিল ২০২৩

দাবদাহ কমাতে দিনের বেলায় এসি বন্ধ রাখা এবং বিদ্যুতের ব্যবহার কমানোর জন্য বিপণি বিতানের ব্যবসায়ীদেরকে অনুরোধ করেছে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
রবিবার (১৬ এপ্রিল) সমিতির সভাপতি হেলাল উদ্দিন এ কথা বলেন।
তিনি বলেন, সারা দেশের ওপর দিয়েই দাবদাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও ৪২/৪৩ ডিগ্রি সেলসিয়াসে উঠছে। আমি সারাদেশের মার্কেট ও বিপণি বিতানের ব্যবসায়ীদের অনুরোধ করবো, খুব প্রয়োজন না হলে দিনের বেলা এয়ারকন্ডিশন চালাবার কোনও প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, বিদ্যুতের গরম এবং দাবদাহের গরম একত্রিত হয়ে অনেক বড় সমস্যার সৃষ্টি করছে। এই ৫/৬টা দিন যাতে আমরা খুব সতর্কতার সাথে ব্যবসা পরিচালনা করতে পারি।