দেশে রেমিট্যান্স এলো প্রায় ১০০ কোটি ডলার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:০১ পূর্বাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৩


দেশে রেমিট্যান্স এলো প্রায় ১০০ কোটি ডলার
ফাইল ছবি

দেশে চলতি এপ্রিলে রেকর্ড অংকের প্রায় ১০০ কোটি রেমিট্যান্স এসেছে।


এপ্রিল মাসের প্রথম ১৪ দিনের হিসেবে এসেছে ৯৫ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি এক ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ ১০ হাজার ২৫৭ কোটি টাকা।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের ১৪ দিনে ৯৫ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৪২ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ডলারের প্রবাসী আয়।


বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭৯ কোটি ৪৩ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩ দশমিক ৩২ মিলিয়ন ডলার।