কুমিল্লায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:১১ পূর্বাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৩


কুমিল্লায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা
ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলায় ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে।


রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে পড়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ। 


এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন সোনার বাংলা ট্রেনের পাঁচটি শোভন চেয়ার কোচ লাইনচ্যুত হয়েছে। কিছু যাত্রী আহত হয়েছেন।