ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে যাত্রী-যানবাহনের চাপ নেই
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯:৩৭ অপরাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৩
পদ্মা সেতু চালু হবার আগে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে থাকত তীব্র যানজট, ফেরির জন্য যানবাহনগুলোকে অপেক্ষা করতে হতো ঘণ্টার পর ঘণ্টা সেখানে পদ্মা সেতু চালু হবার পর ঘাটের চিত্র পুরোটাই পাল্টে গেছে। ঘাট এলাকায় যানবাহনের নেই কোনো চাপ, নেই কোনো সিরিয়াল। তাই ভোগান্তিও নেই ঘাট এলাকায়।
ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, এবার ঈদের আগে ও পরেও ঘাটে দুর্ভোগের আশঙ্কা নেই। যাত্রীরা স্বস্তিতেই তাদের ঈদযাত্রা শেষ করতে পারবে।
সোমবার (১৭ এপ্রিল) সকালে ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ব্যস্ততম ঢাকা-খুলনা মহাসড়ক ফাঁকা। ঢাকাগামী দূরপাল্লার পরিবহন বাসও তেমন চোখে পড়ার মতো ছিল না। ঘাটের জিরো পয়েন্ট থেকে ফেরিঘাট পর্যন্ত যেখানে আগে গাড়ির সিরিয়াল থাকত সেখানে এখন কোনো সিরিয়াল নেই। ঘাটে আসা যানবাহনগুলো সরাসরি উঠে পড়ছে ফেরিতে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ঈদকে সামনে রেখে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। এখনও ঈদ যাত্রা শুরু হয়নি। তবে দুই তিন দিন পর থেকে হয়তো চাপ বাড়বে।