এখনও ঈদ বোনাস পায়নি সাত হাজার কারখানার শ্রমিক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৫৫ অপরাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৩


এখনও ঈদ বোনাস পায়নি সাত হাজার কারখানার শ্রমিক
ছবি: সংগৃহীত

আর মাত্র দুদিন পরেই পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হতে যাচ্ছে। কিন্তু এখনো দেশের ৬ হাজার ৯৫১টি কল-কারখানার শ্রমিকদের ঈদ উল ফিতরের বোনাস দেওয়া হয়নি।


শ্রমিকদের দাবি, ছুটি পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত বোনাস দেওয়া হোক, তারা যাতে ঈদের কেনাকাটা করতে পারে। অন্যদিকে কারখানার মালিকরাও বলছেন, ঈদের ছুটির আগেই সব বোনাস পরিশোধ করা হবে।


সূত্র মতে, দেশে বর্তমানে ৯ হাজার ৬১৬টি কল-কারখানার রয়েছে। এর মধ্যে রোববার (১৬ এপ্রিল) পর্যন্ত শ্রমিকদের ঈদের বোনাস দিয়েছে মাত্র ২৬৬৫টি কারখানায়। অর্থাৎ ৬ হাজার ৯৫১টি কারখানায় বোনাস হয়নি। প্রায় ৭ হাজার কারখানায় শ্রমিকদের বোনাস দেওয়া হয়নি।


এখনো বোনাস না দেয়নি এমন কারখানার মধ্যে বিজিএমই’এর সদস্যভুক্ত প্রতিষ্ঠান বেশি। এখাতের ১৬৩১টির মধ্যে বোনাস পেয়েছে মাত্র ৩৮৪টি কারখানার শ্রমিক। বাকি ১২৪৭টি কারখানার শ্রমিকরা বোনাস পায়নি। যা শতাংশের হিসেবে ৭৬ দশমিক ৪৬ শতাংশ।


একইভাবে বিকেএমইএর ৭০০টির মধ্যে বোনাস পায়নি ৪৪৮টির। যা শতাংশের হিসেবে ৬৪ শতাংশ। বিটিএমএ ৩৫৮টির মধ্যে বোনাস হয়নি ২৬৬টির। যা শতাংশের হিসেবে ৭৪ দশমিক ৩০ শতাংশ। বেপজার ৩৪৫টি কারখানার মধ্যে বোনাস হয়নি ২০০টির। যা শতাংশের হিসেবে ৫৭ দশমিক ৯৭ শতাংশ।


এ বিষয়ে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান গণমাধ্যমকে বলেন, বেতন পরিশোধ করা হয়েছে ঈদের ছুটির আগেই বোনাসও দেবে কারখানা মালিকরা। আশা করছি, কোনো কারখানার মালিকই বোনাস না দিয়ে ঈদের ছুটিতে যাবে না।