জন্মদিনের কেক খেয়ে অনন্ত বললেন, আমি তো রোজা!


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০২:০৪ পূর্বাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৩


জন্মদিনের কেক খেয়ে অনন্ত বললেন, আমি তো রোজা!
পরিচালক মোহাম্মদ ইকবাল অনন্ত জলিলকে কেক খাইয়ে দেন

ঢালিউডের আলোচিত চিত্রনায়ক,  প্রযোজক ও বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিলের জন্মদিন আজ। ১৯৭৭ সালের ১৭ এপ্রিল মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি।


জন্মদিন উপলক্ষে সোমবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে রোজা রেখেই ভুলে কেক খেয়ে ফেলেন অনন্ত জলিল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।  


এসময় কেক কেটে ‘কিল হিম’ সিনেমার পরিচালক মো. ইকবাল অনন্তর মুখে তা তুলে দেন, সেটা সুন্দরভাবে মুখে নিয়ে খেতে থাকেন অনন্ত। এর কিছুক্ষণ পর পাশ থেকে কেউ একজন বলে উঠেন, ভাই আপনি রোজা। তাৎক্ষনিক অনন্ত বলে উঠেন,হায় হ্যায়, আমি তো রোজা। এরপর মুখ থেকে কেক ফেলে দেন।’


এবার ঈদে বর্ষাকে নিয়ে অনন্ত হাজির হচ্ছেন “কিল হিম” নিয়ে। এটি অনন্তর নিজস্ব প্রযোজনার বাইরে প্রথম সিনেমা। এর পরিচালক ও প্রযোজক মো. ইকবাল।