ঈদে সোনাহাট স্থলবন্দরের আমদানি রফতানি ১০ দিন বন্ধ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:০১ পূর্বাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৩
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনাহাট স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম টানা ১০দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) থেকে আগামী (২৭ এপ্রিল) বৃহস্পতিবার পর্যন্ত টানা ৯ দিন ও ২৮ এপ্রিল শুক্রবার হওয়ায় (২৯ এপ্রিল) পর্যন্ত মোট ১০ দিন সোনাহাট স্থল বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার থেকে পূর্বের ন্যায় যথারীতি সমস্ত কার্যক্রম পরিচালিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী বুধবার ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল বৃহস্পতিবার (২৯ এপ্রিল শুক্রবার হওয়ায়) পর্যন্ত মোট ১০ দিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মুসলিম উম্মাহর সবচাইতে বড় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে স্থলবন্দরে পণ্য আমদানি রফতানির কাজ বন্ধ থাকবে। আগামী ২৯ এপ্রিল শনিবার থেকে বন্দরে পুনরায় ব্যবসায়ীক কার্যক্রম চালু হবে।
সোনাহাট স্থলবন্দরের সিসিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সোনাহাট স্থল বন্দরে পণ্য আমদানি রপ্তানির কাজ বন্ধ থাকবে। এ ব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে তিনি জানান।