বেতনের দাবিতে বিআরটি প্রকল্পের নির্মাণশ্রমিকদের বিক্ষোভ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৬ পূর্বাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৩


বেতনের দাবিতে বিআরটি প্রকল্পের নির্মাণশ্রমিকদের বিক্ষোভ
নির্মাণ শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে বেতন পরিশোধের দাবিতে বিআরটি প্রকল্পের চুক্তি ভিত্তিক নির্মাণ শ্রমিকরা উড়াল সেতুর উপর অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। 


সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে বিআরটি প্রকল্পের উড়াল সেতুর টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, সোমবার সকালে গত মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা উড়াল সেতুর উপর অবস্থান নেন। 


এ সময় উড়াল সেতুর উপর দিয়ে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুদ্ধ শ্রমিকরা স্লোগান দিতে থাকে। আধা ঘন্টার অবস্থান শেষে প্রকল্প পরিচালকের আশ্বাসে  বিক্ষোভ তুলে নেয় শ্রমিকরা।পরে উড়াল সেতুর উপরের অংশে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। 


নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, মার্চ মাসের বেতন এখনো পরিশোধ করেনি বিআরটি কতৃপক্ষ। আমরা শুনেছিলাম ঈদের আগে বেতন পরিশোধ করা হবে না। সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে প্রকল্প পরিচালক ঘটনাস্থল আসেন। 


বেতন পরিশোধের আশ্বাস  দিলে আমরা সড়ক থেকে অবরোধ তুলে নেই। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগের উপসহকারী কমিশনার চৌধুরী মোহাম্মদ তানভীর বলেন, নির্মাণ শ্রমিকরা উড়াল সেতুর উপর অবস্থান নিয়েছিলো। অবরোধ তুলে নিলে আধা ঘন্টাপর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। 


বিআরটি প্রকল্পের প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম বলেন, নির্মাণ শ্রমিকদের মার্চ মাসের বেতন গত ১৫ এপ্রিল বেতন পরিশোধের কথা ছিলো। এরা ঠিকাদারের অধিনে কাজ করে আসছিলো। দ্রুতই বেতন পরিশোধের বিষয়ে শ্রমিকদের জানানো হবে।


আরএক্স/