বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন ইমরান হোসেন তুষার


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫:০৬ পূর্বাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৩


বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন ইমরান হোসেন তুষার
ইমরান হোসেন তুষার

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন ইমরান হোসেন তুষার। 


আবু নাঈম সোহাগকে ফিফা ২ নিষিদ্ধ ঘোষণা করায় স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। 


তুষার এর আগে বাফুফের প্রটোকল ম্যানেজার ছিলেন। আগামী ৩ মাসের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। 


সোমবার (১৭ এপ্রিল) বিকালে বাফুফে ভবনে এক জরুরি বৈঠকে বসেছিল বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা।


সভায় সদস্যদের সম্মতিক্রমে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ইমরানকে নিযুক্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।