নায়ক সোহেল রানাকে চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে সিঙ্গাপুর
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫:২৩ পূর্বাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৩
চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা দীর্ঘদিন ধরেই অসুস্থ সোহেল রানা। ভুগছেন চোখের জটিলতায়। তার শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে আবারো সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।
সোমবার (১৭ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ।
তিনি বলেন, আজ সোমবার রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন বাবা। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করা হবে তার। এবার মূলত চোখ দেখাতে যাবেন তিনি। অন্যান্য অসুস্থতার পাশাপাশি চোখের জটিল সমস্যায়ও ভুগছেন তিনি। সব মিলিয়ে ১০ দিন সিঙ্গাপুরে থাকবেন বাবা। নিয়মিত চেকআপ শেষে দেশে ফিরবেন।
এর আগে ২০২২ সালেও চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।