ঈদের ছুটিতে চেক নিষ্পত্তিতে নতুন সময় ঘোষণা


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৭:১৪ পূর্বাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৩


ঈদের ছুটিতে চেক নিষ্পত্তিতে নতুন সময় ঘোষণা
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ক্লিয়ারিং হাউসে লেনদেনে আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তির জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।


সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটিতে নতুন সময়সূচি অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে স্থাপিত বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস ও বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের কার্যক্রম পরিচালিত হবে।


মূলত এসব সেবার মাধ্যমে ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় বা অন্য ব্যাংকের গ্রাহককে অর্থ পরিশোধ ও স্বয়ংক্রিয় চেক নিষ্পত্তি করা হয়।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রমজানে বিএসিএইচের মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) ক্লিয়ারিংয়ের জন্য সকাল সাড়ে ১০টার মধ্যে পাঠাতে হবে। এগুলো দুপুর ১২টার মধ্যে নিষ্পত্তি হবে। আর রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) ক্লিয়ারিংয়ের জন্য সকাল ১১টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক নিষ্পত্তি হ‌বে দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে।


এ ছাড়া বিইএফটিএন সেবা আগের নিয়মে দুটি সেশনে চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।