ফকির হযরত শাহ্'র ঈদের গানে দিলরুবা খান
সাইফুল বারী
প্রকাশ: ০৮:৪১ অপরাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৩
এবারের ঈদ আয়োজনে ফকির হযরত শাহ্'র কথা ও সুরে কিংবদন্তি কণ্ঠশিল্পী দিলরুবা খানের কন্ঠে আসছে "স্বর্গীয় প্রেম" শিরোনামের নতুন গান। গানটির সংগীত আয়োজন করেছেন রিয়েল আশিক।
সম্প্রতি গানটির অডিও ভিডিও সম্পন্ন হয়েছে এখন চলছে রঙ বিন্যাসের কাজ। ঈদের দিন সন্ধ্যায় দিলরুবা খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে গানটি।
গানটি প্রসঙ্গে ফকির হযরত শাহ্ বলেন, দিলরুবা খানের সাথে এর আগে আমার ডজনখানেক গানের কাজ হয়েছে সবগুলো গানই ছিলো অনন্য অসাধারণ। সেই বিবেচনায় এটিও গুনগত মানের দিক দিয়ে অনন্য উচ্চতার একটি কাজ। আশাকরি সকলেরই ভালো লাগবে।
গানটি প্রসঙ্গে দিলরুবা খান বলেন, এর আগে ফকির হযরত শাহ্'র কথা সুরে যতগুলো গান গেয়েছি সবগুলোতেই আমার শ্রোতাদের কাছ থেকে ব্যাপকভাবে সাড়া পেয়েছি। এ গানটি শুনেও আশাকরি আমার শ্রোতারা দারুণভাবে আনন্দিত হবেন। এর আগে এ জুটির করা গানগুলোর মধ্যে 'আমার অস্তিত্ব' 'ভুল নিলামে বিকাইয়াছি মন' 'দুঃখের বন্যা' 'সুখের পালেযহাওয়া' এবং 'আহাজারি' উল্লেখযোগ্য।