উজ্জ্বলের গীতিকথায় নাজমুলের গান


Janobani

সাইফুল বারী

প্রকাশ: ০৮:৪৯ অপরাহ্ন, ১৮ই এপ্রিল ২০২৩


উজ্জ্বলের গীতিকথায় নাজমুলের গান
নাজমুল - উজ্জ্বল

আসন্ন ঈদে প্রকাশ হতে যাচ্ছে গীতিকার ও সুরকার উজ্জ্বল মাহমুদের গীতিকথায় নতুন গান। গানের শিরোনাম ‘স্বপ্ন ভাঙ্গা ঘর’। এএইচ তুর্জের সুর ও সংগীতে গেয়েছেন নাজমুল। দেশের শীর্ষ মিউজিক প্রতিষ্ঠান ঈগলের ব্যানারে ভিডিও আকারে গানটি প্রকাশ পাবে বলে জানান উজ্জ্বল মাহমুদ।


তিনি বলেন, অনেক দিন ধরে গানটি করে রেখেছিলাম। অবশেষে রিলিজ হচ্ছে আমার ভীষণ ভালো লাগছে। আশা করি সবার কাছে ভালো লাগবে।


গায়ক নাজমুল বলেন, সুন্দর কথার গান। এটি গেয়ে আমার খুবই ভালো লেগেছে। সবার কাছে ভালো লাগবে বলে বিশ্বাস করি।


তূর্য বলেন, চমৎকার কথার সুন্দর সুর করার চেষ্টা করেছি। শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।