কুমিল্লায় সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা, ডিবির হাতে গ্রেফতার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:০২ পিএম, ১৮ই এপ্রিল ২০২৩


কুমিল্লায় সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা, ডিবির হাতে গ্রেফতার
ছবি: জনবাণী

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকা থেকে সাংবাদিক এম এ হাসান (৩২) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। এ সময় আটককৃত ব্যক্তির কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 


জানা গেছে, রবিবার কুমিল্লা চৌদ্দগ্রাম মিয়াবাজার এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে সাংবাদিক এম এ হাসান ফেন্সিডিলসহ আটক হন। আটককৃত ব্যক্তি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের হাজী জামাল উদ্দিনের পুত্র। 


সূত্রে জানা গেছে, জনতার বার্তা ও অনলাইন পোর্টাল বিবি বাংলা টিভি’তে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পরেন। 


আটকৃত ব্যক্তির বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রাজেশ বড়ুয়ার সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান- আটকৃত ব্যক্তি সাংবাদিকতার পরিচয়ে বিভিন্ন স্থানে মাদক আনা নেওয়া করতো। এক পর্যায়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে কুমিল্লা চৌদ্দগ্রাম মিয়াবাজার এলাকায় আটকৃত এম এ হাসানের সাথে থাকা লাল রংয়ের ট্রলি চ্যাকিং করতে গেলে সেখানে ট্রলির ভিতর ১০০ বোতল ফেন্সিডিল দেখতে পাই। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।