শবে কদরে উপলক্ষে ঘোড়ার মাংস বিক্রির করার অভিযোগ
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১২:২৩ পূর্বাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৩
শবে কদর উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির চেষ্টা করেছেন মাহবুব আলম প্রকাশ নামের এক কসাই।
সোমবার (১৮ এপ্রিল) ঘটনাটি ঘটেছে উখিয়ার মরিচ্যা লাকরি বাজার এলাকায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মাহবুব। পরে ঘোড়ার মাথা ও লেজসহ মাংসগুলো জব্দ করেন উখিয়া থানা পুলিশ।
হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, তার কাছে তথ্য ছিল কক্সবাজারের বিচ এরিয়ায় কিছু অসুস্থ ঘোড়া মরিচ্যা বাজার এলাকায় আনা হচ্ছে। পবিত্র শবে কদর উপলক্ষে মরিচ্যা বাজারে ঘোড়া জবাই করা হয়েছে এমন খবর পাওয়া মাত্রই দেরি না করে ঘটনাস্থলে এর সত্যতা পেয়ে উখিয়া থানা পুলিশকে খবর দিয়ে মাংসগুলো জব্দ করানো হয়।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গরু মাংসের নামে ঘোড়া জবাই করে বিক্রির চেষ্টাকালে স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় আমরা মাংস জব্দ করেছি। এ সময় অভিযুক্ত কসাই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।