শাকিলের ‘প্রাণ পাখিরে’
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৬ পূর্বাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৩
নতুন একটি গানের রেকর্ডিং শেষ করেছেন কণ্ঠশিল্পী শাকিল আহসান। গানের শিরোনাম ‘প্রাণ পাখিরে’। স্নেহাশিস ঘোষের কথা ও সুরে এটি সংগীতায়োজন করেছেন এমএমপি রনি।
গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। এতে অভিনয় করেছেন সজল ও সামন্তী শাওমী। গানটি শিগগিরই দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে মুক্তি পাবে বলে এমনটাই জানালেন শাকিল।
তিনি বলেন, চমৎকার একটি গান করেছি। আশা করি, ভক্ত শ্রোতাদের ভালো লাগবে।
এ গায়ক আরও বলেন, সামনে কয়েকটি নতুন উপহার দেবো। গান গুলোর কাজ চলছে। সবাই পাশে থাকবেন।