তৃণমূলে যোগ দিলেন কৌশানী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫:০০ পূর্বাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৩
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। এবার তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। একই সঙ্গে জোড়া-ফুলে যোগ দিয়েছেন কৌশানীর বহু শাশুড়ি তথা অভিনেত্রী পিয়া সেনগুপ্তও। পিয়া তৃণমূলের ইম্পা সদস্য।
রবিবার (১৬ এপ্রিল) সকালে তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং দলের মুখপাত্র কুণাল ঘোষের হাত থেকে তৃণমূল পতাকা হাতে তুলে নেয় টালিউডের এই নায়িকা।
এ প্রসঙ্গে কৌশানী জানান, ‘এখন যা টালমাটাল অবস্থা, আমার মনে হল এটাই সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময়। ছোট থেকেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত। আমার গোটা পরিবার তৃণমূল দলটিকেই অনুসরণ করে। তাই তৃণমূলের কাণ্ডারী হয়ে মুখ্যমন্ত্রীর উন্নয়নের যজ্ঞে সামিল হওয়া আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। আমি চাই আমায় দেখে অনেক তরুণ–তরুণী অনুপ্রাণিত হোক। তারাও এগিয়ে আসুক।’
তিনি আরও বলেন, ‘আমার প্রথম ছবি ‘পারব না আমি ছাড়তে তোকে’। মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছাড়তে পারব না আমি। আমি অভিনেত্রী হিসেবে যতটুকু পেরেছি সাধারণ মানুষের জন্য কাজ করেছি। দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আরও মানুষের জন্য কাজ করতে চাই।’