শাকিব খানের বিরুদ্ধে মামলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫:১৬ পূর্বাহ্ন, ১৯শে এপ্রিল ২০২৩
এবার ঢালাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা করেছেন প্রযোজক রহমত উল্ল্যাহ। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) আদালতের পেশকার নাজমুল হোসেন এ কথা জানান।
তিনি জানান, গত ১৩ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে রহমত উল্ল্যাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত।
এর আগে গণমাধ্যমে আপত্তিকর মন্তব্য করায় শাকিব খানকে আইনি নোটিশ পাঠান রহমত উল্ল্যাহর আইনজীবী।