Logo

সখিপুরে এফসি ক্লাবের ঈদ উপহার বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
১৯ এপ্রিল, ২০২৩, ১৫:৩০
46Shares
সখিপুরে এফসি ক্লাবের ঈদ উপহার বিতরণ
ছবি: সংগৃহীত

আমাদের এই সংগঠনটির তিনটি শাখা রয়েছে। আমরা খেলাধুলাকে গুরুত্ব দিয়ে থাকি।

বিজ্ঞাপন

ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের সখিপুরে এফসি ক্লাবের উদ্যোগে তালিকা করে চারশত অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) উপজেলার ডাকবাংলা চত্বরে এ ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু। অসহায় চারশত জনের প্রত্যেককে চাল, ডাল, সেমাই চিনি ও দুধ সম্বলিত একটি প্যাকেট উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এফসি ক্লাবের ঈদ উপহার বিতরণে এসময় ওই ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল সিকদার, সাবেক সাধারণ সম্পাদক সজল আহমেদ, সিনিয়র সদস্য মো. রুবেল,এফসি ২ এর সাবেক সভাপতি সুমন সিকদার ও সাবেক সাধারণ সম্পাদক মাসুদ, বর্তমান সভাপতি মেহেদী ও সাধারণ সম্পাদক রাসেল, জুনিয়র এফসি ক্লাবের সাবেক সভাপতি মেহরাব সিকদার, বর্তমান সভাপতি রাকিব ও সাধারণ সম্পাদক প্রান্ত সিকদারসহ ওই সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এফসি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল সিকদার বলেন, আমাদের এই সংগঠনটির তিনটি শাখা রয়েছে। আমরা খেলাধুলাকে গুরুত্ব দিয়ে থাকি। সেইসাথে সামাজিক কাজ করার চেষ্টা করি। ইতিপূর্বেও আমরা ইফতার বিতরণ ও ঈদ উপহার বিতরণসহ বিভিন্ন সামাজিক কাজ করেছি। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আমরা তরুণ, আমাদের এ ক্ষুদ্র আয়োজন দেখে অন্যরাও উৎসাহিত হোক এটা প্রত্যাশা করি।বিত্তবানদের প্রতি আমার আহ্বান আপনারা অসহায়-দরিদ্রদের সহযোগিতা করুন। অনেক প্রবাসী সদস্য ভাইসহ যারা অর্থনৈতিক এবং নানাভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি এফসি ক্লাব কৃতজ্ঞ।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD